প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন
প্রাইভেট লিমিটেড কোম্পানি:
প্রাইভেট লিমিটেড কোম্পানি একটি পৃথক আইনিসত্তা এবং এর শেয়ারহোল্ডারদের সীমিত দায়বদ্ধতা রয়েছে। উপরন্তু, কোম্পানির শেয়ার সাধারণ জনগণের কাছে কখনোই দেওয়া হবে না।
সীমিত দায়বদ্ধতার শব্দটি দ্বারা বোঝায় যে শেয়ারহোল্ডারদের দায় শুধুমাত্র প্রাথমিকভাবে বিনিয়োগ করা পরিমাণে সীমিত। মূল বিনিয়োগে শেয়ারের নামমাত্র মূল্য এবং শেয়ার ইস্যু করার সময় প্রদেয় প্রিমিয়াম অন্তর্ভুক্ত। শেয়ারহোল্ডার এবং পরিচালকদের ব্যক্তিগত সম্পদ সব নিরাপদ এবং কোম্পানির ঋণ বন্ধ পরিশোধ করার জন্য নেওয়া যাবে না।
বেসরকারী লিমিটেড কোম্পানির কর্মচারী, মালিকানা বা কোম্পানীর সামগ্রিক কর্মসংস্থানের মধ্যে কোনও পরিবর্তন ছাড়াই বাজারে কাজ চলতে থাকে। কোম্পানীর সব আইনি বিষয়গুলির জন্য তার নাম ব্যবহার করবে না এবং কোনও ক্ষেত্রে পরিচালক বা মালিকের নাম নয়। এটি এমন সংস্থা যা আইনি ব্যবস্থা গ্রহণ করে এবং কিছু আইনি চুক্তিতে প্রবেশ করে। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ন্যূনতম শেয়ারহোল্ডার থাকতে হয় দুই জন। আর সর্বোচ্চ শেয়ারহোল্ডার হতে পারে ৫০ জন। এর বেশি শেয়ারহোল্ডার নিতে হলে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করতে হয়।
প্রাইভেট লিমিটেড কোম্পানির কোনো শেয়ারহোল্ডার শেয়ার বিক্রি করতে চাইলে তাকে বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যই তা বিক্রি করতে হয়। তবে তাদের সম্মতি সাপেক্ষে বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রি বা হস্তান্তর করা যায়। কোম্পানি জনসাধারণের কাছে শেয়ার এবং ডিবেঞ্চার ও বন্ডসহ কোনো ধরনের ঋণপত্র বিক্রি করতে পারে না।
প্রয়োজনীয় কাগজপত্র:
(১) কোম্পানির নাম (নামের ক্লিয়ারেন্স প্রাপ্ত হওয়া আবশ্যক)
(২) সংঘবিধি ও সংঘস্মারক
(৩) শেয়ারহোল্ডারদের বিবরণী (যদি শেয়ারহোল্ডার একজন বাংলাদেশী হয় তবে জাতীয় পরিচয়পত্র)
(৪) পরিচালক বিবরণী (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর সহ)
(৫) নিবন্ধিত ঠিকানা
(৬) স্বাক্ষরিত IX ফরম
(৭) বিদেশী শেয়ারহোল্ডার এবং পরিচালক পাসপোর্ট অনুলিপি
প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনের সকল প্রক্রিয়া সহজ এবং আইনিভাবে সম্পাদন করতে আইনিসেবার রয়েছে সুদক্ষ টিম। তাই প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনে আস্থার জায়গা আইনিসেবা। আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান কিংবা এ সম্পর্কিত যেকোনো সেবা নিতে চান তাহলে আমাদের হটলাইন নাম্বারে কল করুন।